অহিংস বাণীর রুপ

লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ২৫ নভেম্বর, ২০১৬, ০৯:১৫:১২ সকাল

অহিংসা পরমধর্ম

প্রচারে বুদ্ধবাণী

মুখে মানবতার কথা

বিদ্বেষে ভরা অন্তরখানি।

.

জীবহত্যা মহাপাপ

জীবে দয়াকর

যাতে খুশি গৌতম বুদ্ধ

মানুষ সে হয়েছে বড়।

.

সংসারধর্ম ফেলে তারা

মুক্তির পথ খোঁজে

একত্ত্ববাদ ছড়ে যারা

বুদ্ধ দেবকে পূজে।

.

রক্তস্রোত বইছে আজ

সেই বুদ্ধের দেশে

ভিক্ষুরা হয়েছে হিংস্র

মানবতা নাফনদীতে গেছে ভেসে।

.

অহিংস বাণী লুকিয়ে কাঁদে

অশ্রু ঝড়ছে বার্মায়

লাশের উপর পা মাড়িয়ে

এরাই শান্তিতে নোবেল পায়।

বিষয়: সাহিত্য

৮০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380113
২৫ নভেম্বর ২০১৬ সকাল ১১:৫৩
হতভাগা লিখেছেন : শান্তি কন্য সূচি মুক্ত হয়ে ক্ষমতা পেয়ে তার শান্তিকামিতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করছেন একের পর এক।

এটাই নোবেল শান্তি পুরষ্কারের মাজেজা।
380150
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
egypt12 লিখেছেন : হতভাগা মুসলিম জাতি!!!
380214
২৭ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫৭
জাকারিয়া কবির লিখেছেন : ঠিক বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File